Puri Jagannath Temple | ৪৬ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার! সোনাদানা পরিমাপ করার জন্য এসেছেন RBI আধিকারিকও!

Sunday, July 14 2024, 9:52 am
Puri Jagannath Temple | ৪৬ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার! সোনাদানা পরিমাপ করার জন্য এসেছেন RBI আধিকারিকও!
highlightKey Highlights

রবিবার শুভ তিথি মেনে ঠিক দুপুরে খোলা হল পুরীর রহস্যময়ী ভাণ্ডার।


অবশেষে ৪৬ বছর পর খুলে গেল পুরীর রত্ন ভাণ্ডার। রবিবার শুভ তিথি মেনে ঠিক দুপুরে খোলা হল পুরীর রহস্যময়ী ভাণ্ডার। যদিও এই ভাণ্ডার কী কী রত্ন রয়েছে, তা এখনই জানা যাবে না। তবে সূত্রের খবর, ভাণ্ডারের অন্দরের সংস্কারের কাজ শুরু হবে। তার আগে সেখান থেকে সমস্ত মণিমাণিক্য সরিয়ে নিয়ে যাওয়া হবে। এর জন্য মোট ৬টি বড় সিন্দুক আনা হয়েছে। রত্ন ভাণ্ডারের পরিমাপ করার জন্য আনা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিককেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File