National Games | ২০০ মিটারের পর ১০০ মিটার ব্যাক স্ট্রোকেও সোনা জয় সৌবৃতির! ৫০ মিটারে সোনা পেলেই হ্যাটট্রিক

Monday, February 3 2025, 2:20 pm
highlightKey Highlights

২০০ মিটার ব্যাক স্ট্রোকের পর ১০০ মিটার ব্যাক স্ট্রোকেও সোনা জিতলেন সৌবৃতি মণ্ডল।


২০০ মিটার ব্যাক স্ট্রোকের পর ১০০ মিটার ব্যাক স্ট্রোকেও সোনা জিতলেন সৌবৃতি মণ্ডল। তাঁর লক্ষ্য জাতীয় গেমসে তিন বিভাগেই সোনা জিতে হ্যাটট্রিক করার। অর্থাৎ ব্যাক স্ট্রোকের ২০০ মিটার এবং ১০০ মিটারে সোনালী সাফল্যর পর ৫০ মিটারেও সোনা জেতাই লক্ষ্য তাঁর। ১০০ মিটারে সোনা জয়ের পথে ১ মিনিট ৬.৬৬ সেকেন্ড সময় নিয়েছেন সৌবৃতি। যা তাঁর সেরা সময় ১ মিনিট ৫.৫৩ সেকেন্ডের থেকে কিছুটা বেশি। উল্লেখ্য, গেমসে তিন বিভাগে সোনা জেতা ছাড়াও আগামী এশিয়ান গেমসে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে যোগ্যতা অর্জন করার উপর জোর দিচ্ছেন সৌবৃতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File