Cricket in Olympics | দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে 'ক্রিকেট'! খেলবে কয়টি দল?
Thursday, April 10 2025, 3:38 pm

পরবর্তী অলিম্পিকের আসর বসছে মার্কিন মুলুকের লস এঞ্জেলসে। ২০২৮ সালের অলিম্পিকে দেখা যাবে ক্রিকেট ইভেন্ট। মহিলা পুরুষ উভয় দলের ক্রিকেট ইভেন্টই থাকছে।
পরবর্তী অলিম্পিকের আসর বসছে মার্কিন মুলুকের লস এঞ্জেলসে। এবারের অলিম্পিক্সে বড়ো চমক। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট! বুধবার আয়োজক কমিটির তরফে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, ২০২৮ সালের অলিম্পিকে মহিলা এবং পুরুষ উভয় বিভাগের ইভেন্ট থাকবে। উভয় বিভাগে ছয়টি করে দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে থাকবে ১৫ জন সদস্য। প্রতিটি বিভাগের জন্য মোট ৯০ জন প্লেয়ারের কোটা বরাদ্দ করা হয়েছে। তবে যোগ্যতা অর্জন পর্ব নিয়ে বিস্তারিত কিছু জানায়নি অলিম্পিক কমিটি।
- Related topics -
- খেলাধুলা
- আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি
- অলিম্পিক্স
- লস এঞ্জেলস
- ক্রিকেট
- ক্রিকেটার
- ক্রিকেট বিশ্বকাপ
- আমেরিকা