IND-AF | ৫ বছরের জন্য কর মুকুব! ভারতীয়দের বিনোয়োগের আহ্বান আফগানিস্তানের!

সোমবার ভারতীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্য একগুচ্ছ সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজি।
আফগানিস্তানে বিনিয়োগ করলে পাঁচ বছরের জন্য কর মুকুব, সেই সঙ্গে মিলবে আরও সুবিধা! সোমবার ভারতীয় শিল্পপতি ও ব্যবসায়ীদের জন্য একগুচ্ছ সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজি। সোমবার অ্যাসোচেমের তরফে একটি আলোচনাসভায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তানে বহু সুযোগ রয়েছে। জমি আমরা দেব। নতুন কোনও সেক্টরে যাঁরা লগ্লি করবেন, তাঁদের পাঁচ বছরের জন্য কর মকুব করা হবে।’ এর পাশাপাশি কোনও ভারতীয় সংস্থা যদি আফগানিস্তানে লগ্নি করার জন্য যন্ত্রপাতি আমদানি করে তাহলে আফগান সরকার মাত্র ১ শতাংশ কর বসাবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- আফগানিস্তান
- ভারত
- বৈদেশিক বিনিয়োগ
