Afghanistan | 'দাসপ্রথা'-কে আইনি স্বীকৃতি তালিবানের! বর্ণপ্রথাকে সিলমোহর দিলো আফগানিস্তান

Wednesday, January 28 2026, 1:23 pm
Afghanistan | 'দাসপ্রথা'-কে আইনি স্বীকৃতি তালিবানের! বর্ণপ্রথাকে সিলমোহর দিলো আফগানিস্তান
highlightKey Highlights

নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, আফগান নাগরিকদের চারটি শ্রেণিতে ভাগ করা হবে। সেই শ্রেণি বিন্যাসের ভিত্তিতেই চলবে দেশের প্রশাসন। দেশের আইন প্রত্যেক শ্রেণির জন্য আলাদা হবে।


নয়া আইনে সই করেছেন তালিবান সুপ্রিম লিডার হিবাতুল্লা আখুন্দজাদা। তাতে বলা হয়েছে, আফগান নাগরিকদের চারটি শ্রেণিতে ভাগ করা হবে। সর্বোচ্চ শ্রেণিতে থাকবেন উলেমা এবং মোল্লারা, দ্বিতীয় শ্রেণিতে আশরাফ বা উচ্চবিত্তরা। এদের অপরাধের শাস্তিস্বরূপ উপদেশ দিয়ে ছেড়ে দেওয়া হবে। তৃতীয় শ্রেণিতে থাকা মধ্যবিত্ত আফগানদের যথাযথ তদন্ত করে শাস্তি দেওয়া হবে। একেবারে শেষ শ্রেণিতে দরিদ্রতম আফগানরা। তাঁরা অপরাধ করলে কারাদণ্ড, মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া হবে। শেষ সারিতে রয়েছেন নারীরা। তারপর রাখা হয়েছে দাসেদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File