আন্তর্জাতিকআফগানে আটকে বহু মার্কিন নাগরিক, থাকছে সেনা : জো বাইডেন
গত ১৫ই আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলকে অস্ত্র দিয়ে দখল করেছে তালিবানরা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৩১ শে আগস্ট তাদের সেনাবাহিনী সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাবুলের মধ্যে প্রায় ১৫ হাজার মার্কিন বাসিন্দা রয়ে গেছে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, কাবুল বিমানবন্দরের বাইরে থাকা মানুষের কাছে পৌঁছতে পারেনি মার্কিন সেনাবাহিনী। পররাষ্ট্র সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের বাইরে মার্কিন নাগরিকদের খুঁজে বের করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। বাইডেন জানিয়েছেন, আমেরিকা তার সাধ্যমত চেষ্টা করবে।