'তালিবানকে একদম বিশ্বাস করবেন না', আফগান মহিলাদের সতর্কবার্তা প্রথম মহিলা পাইলটের
Thursday, August 19 2021, 12:31 pm
Key Highlightsআফগানিস্তানের প্রথম মহিলা পাইলট হলেন নিলোফার রহমানি। বর্তমানে এই ২৯ বছর বয়সী পাইলটের গোটা পরিবার দুর্ভাগ্যবশত আফগানিস্তানেই আটকে পড়েছে। "মেয়েকে আরও পড়াতে চেয়েছিলেন", তাই তালিবানরা আগেও তার মা-বাবা কে আক্রমণ করেছিলেন। তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের International Women of Courage Award জিতে নিয়েছিলেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আফগান মহিলাদের সাবধান করে বলেছেন, ‘তালিবানকে একেবারেই বিশ্বাস করবেন না। ওঁদের বোনা মিথ্যের জালে পা দিলেই ঠকবেন'।
- Related topics -
- আন্তর্জাতিক
- তালিবান
- কাবুল
- আফগানিস্তান

