AFG vs ENG | কামব্যাকের অপর নাম আফগানিস্তান! জাদরানের সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিং ইংল্যান্ডকে ওড়ালো তাঁরা

Thursday, February 27 2025, 3:21 am
highlightKey Highlights

ওডিআই বিশ্বকাপে ধারে ও ভারে অনেক পিছিয়ে থাকা আফগানিস্তান এবার হারিয়ে দিলো ইংল্যান্ডকে। ইব্রাহিম জ়াদরানের ব্যক্তিগত সেঞ্চুরি সহ দুর্দান্ত ১৭৭ রানের পার্টনারশিপে ভর করেই ম্যাচ জিতলো তাঁরা।


২০২৫ স্বপ্নপূরণের বছর। ওডিআই বিশ্বকাপে ধারে ও ভারে অনেক পিছিয়ে থাকা আফগানিস্তান এবার হারিয়ে দিলো ইংল্যান্ডকে। হাড্ডাহাড্ডি ম্যাচে সেমিফাইনাল দৌড়ে এক পা এগোলো আফগানেরা। ছিটকে গেলো ইংল্যান্ড। এদিনকার ম্যাচের হাইলাইট আফগানদের ইব্রাহিম জ়াদরান। ব্যক্তিগত সেঞ্চুরি সহ দুর্দান্ত ১৭৭ রানের পার্টনারশিপে ভর করেই ম্যাচ জিতলো তাঁরা। পাঁচটা উইকেট নিলেন আজ়মাতুল্লা ওমরজ়াই। টার্গেট ছিল ৩২৫। ৮ রানে জিতে যায় আফগানরা। এই জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম জয়। ICCতে ইংল্যান্ডকে দ্বিতীয়বার পরাস্ত করল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File