পঞ্জশির থেকে টুইটে হুঙ্কার মাসুদ বাহিনীর, ‘সাড়ে ৩০০ তালিবান খতম করেছি’
Thursday, September 9 2021, 12:08 pm
Key Highlightsটোলো নিউজের এক মুসলিম সাংবাদিক শিরজাদ জানিয়েছিলেন, তালিব যোদ্ধারা পঞ্জশিরে ঢোকার চেষ্টা করেছে। কাবুল-সহ আফগানিস্তানের বাকি সব প্রদেশ তালিবানের দখলে এলেও আহমদ মাসুদের নেতৃত্বে এখনও স্বাধীন রয়েছে পঞ্জশির। নর্দার্ন অ্যালায়েন্স-এর মাসুদ বাহিনী দাবি করেছে, ৩৫০ তালিবান সেনা নিহত হয়েছে। পাশাপাশি আরও ৪০ তালিব যোদ্ধাকে তারা বন্দি করে রেখেছে। এই ৪০ জন বর্তমানে পঞ্জশিরের জেলে রয়েছে। পুরস্কার স্বরূপ তাদের কাছ থেকে আমেরিকার অনেক গাড়ি ও অস্ত্র পেয়েছে নর্দার্ন অ্যালায়েন্স।
- Related topics -
- আন্তর্জাতিক
- তালিবান
- আফগানিস্তান

