খেলাধুলা

Afghanistan Cricket | পাক হামলায় নিহত ৩ তরুণ ক্রিকেটার! প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ় থেকে দল প্রত্যাহার আফগানিস্তান বোর্ডের

Afghanistan Cricket | পাক হামলায় নিহত ৩ তরুণ ক্রিকেটার! প্রতিবাদে ত্রিদেশীয় সিরিজ় থেকে দল প্রত্যাহার আফগানিস্তান বোর্ডের
Key Highlights

জল্পনা সত্যি করে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

শুক্রবার রাতে আফগান সীমান্তে হামলা চালায় পাক সেনা। এই সময় পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন তিন তরুণ আফঘানি ক্রিকেটার কবীর, সিবগতুল্লাহ এবং হারুন। পাকিস্তানের এয়ার স্ট্রাইকে তাঁরা নিহত হন। এঘটনায় শোকস্তব্ধ আফগান ক্রীড়ামহল। এই হামলার প্রতিবাদে নভেম্বর মাসে শ্রীলঙ্কা, পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ় থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানকে ভৎসর্না করে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগান ক্রিকেটার রশিদ খান।