Afghan women | 'নারীরা অস্পৃশ্য'- আফগানিস্তানে ধ্বংসস্তূপে চাপা পড়া মহিলাদের বাঁচাচ্ছে না উদ্ধারকারীরা!

Friday, September 5 2025, 5:25 pm
highlightKey Highlights

শরিয়ত আইন অনুযায়ী পরপুরুষের ছোঁয়া হারাম, যার জেরে ভূমিকম্পে চাপা পড়া মহিলাদের বাঁচাচ্ছে না উদ্ধারকারীদল।


আফগানিস্তানে ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে থাকা মহিলাদের বাঁচানো হচ্ছে না। স্বেচ্ছাসেবী দলের সদস্য তাহজিবুল্লা মাহজিব বলেন, “উদ্ধারকারীদের কাছে নারীরা অস্পৃশ্য। তাঁদের বাঁচানোর কোনও চেষ্টা করা হচ্ছে না। গুরুতর আহত অবস্থায় যারা কোনওমতে বেঁচে গিয়েছেন তাঁদেরও বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে। উদ্ধারকারীরা শুধুমাত্র পুরুষ ও শিশুদের বাঁচাচ্ছেন। মহিলারা একপাশে সাহায্যের জন্য অপেক্ষা করছেন। পুরুষ আত্মীয়স্বজনের অনুপস্থিতির কারণে কখনও কখনও তাঁদের পোশাক ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ত্বকের সঙ্গে কোনও স্পর্শ না হয়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File