Afghanistan–Pakistan | অশান্ত পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইন, দুপক্ষের গোলা-গুলিতে মৃত ১২ পাক-সেনা
Sunday, October 12 2025, 4:45 am

কাবুলে পাকিস্তানের হামলার প্রতিশোধ নিতে এ দিন রাতেই পাল্টা আক্রমণ করে আফগানিস্তান। হামলাতে পাকিস্তানের কমপক্ষে ১২ জন সেনা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুল। আফগানিস্তানের তালিবান সরকার দাবি করে, পাক এয়ারফোর্সের যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে কাবুলে বোমা ফেলেছে। এই হামলার প্রতিশোধ নিতে শনিবার পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী। এই হামলায় পাকিস্তানের কমপক্ষে ১২ জন সেনা নিহত হন। আহত আরও কয়েকজন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্তা বিবৃতিতে জানিয়েছেন, তালিবান বাহিনী কুনার এবং হেলমান্দ প্রদেশে ডুরন্ড লাইন বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর বেশ কয়েকটি চৌকি দখল করেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- পাকিস্তান
- সেনাবাহিনী