AFC Asian Cup Qualifiers | এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সিঙ্গাপুরের বিরুদ্ধে সন্মানরক্ষার ড্র ভারতের
Thursday, October 9 2025, 4:24 pm

ফিফা ক্রমতালিকায় অনেক পিছিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গেও ড্র করলো ভারতীয় দল।
প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতেই কোচ খালিদের জাদু কিছুটা ম্লান হলো। ফলশ্রুতিতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে সিঙ্গাপুরের সঙ্গেও ড্র করলো খালিদ জামিলের ভারতীয় দল। প্রথম থেকেই দুর্বল ফুটবল খেলছিলেন সুনীল ছেত্রীরা। প্রথম দুম্যাচ থেকেই মাত্র এক পয়েন্ট পান। মাঝমাঠ থেকে বাড়ানো গোলে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করেন সিঙ্গাপুরের ফান্দি। লড়াই আরও কঠিন হয় ভারতের। একেবারে শেষ মুহূর্তে সিঙ্গাপুরের রক্ষণের ভুলে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করলেন রহিম আলি। সন্মান রক্ষা হলো ভারতের।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- এশিয়া কাপ
- এএফসি কাপ
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- সিঙ্গাপুর
- ভারত