খেলাধুলা

Asian Cup 2026 | এশিয়া কাপে ইরাককে ৫:০ গোলে ওড়ালো ভারতের মেয়েরা, মূলপর্বে পৌঁছল বাংলাদেশও!

Asian Cup 2026 | এশিয়া কাপে ইরাককে ৫:০ গোলে ওড়ালো ভারতের মেয়েরা, মূলপর্বে পৌঁছল বাংলাদেশও!
Key Highlights

এই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ 'বি'তে শীর্ষস্থানেই থাকল ভারত। অপরদিকে গ্রুপ 'সি'তে মায়ানমারকে ২:১ গোলে হারিয়ে মূলপর্বে পৌঁছলো বাংলাদেশ।

২০২৬ সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ 'বি'র শীর্ষস্থানটা আরও মজবুত করে নিলো ভারতের মেয়েরা। এদিন ইরাকের বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের ১৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। ভারতের হয়ে বাকি গোলগুলি করেন যথাক্রমে মনীষা কল্যাণ, কার্তিকা অঙ্গমুথু, নির্মলা, রত্নাবালা। এই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ 'বি'তে শীর্ষস্থানেই থাকল ভারত। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো ইরাক। অপরদিকে গ্রুপ 'সি'তে মায়ানমারকে ২:১ গোলে হারিয়ে মূলপর্বে পৌঁছলো বাংলাদেশ।