বিনোদন

Adnan Sami | মায়ের শেষকৃত্য থেকে তাঁকে বঞ্চিত করেছে পাকিস্তান! মাতৃভূমি পাকিস্তানকে ‘ভিক্ষুক’ বলে কটাক্ষ আদনান শামির!

Adnan Sami | মায়ের শেষকৃত্য থেকে তাঁকে বঞ্চিত করেছে পাকিস্তান! মাতৃভূমি পাকিস্তানকে ‘ভিক্ষুক’ বলে কটাক্ষ  আদনান শামির!
Key Highlights

নিজের মাতৃভূমি পাকিস্তানকে ‘ভিক্ষুক’ বলে ক্ষোভ উগড়ে দিলেন মনেপ্রাণে ভারতপ্রেমী গায়ক আদনান শামি!

নিজের মাতৃভূমি পাকিস্তানকে ‘ভিক্ষুক’ বলে ক্ষোভ উগড়ে দিলেন মনেপ্রাণে ভারতপ্রেমী গায়ক আদনান শামি! শিল্পীর অভিযোগ, নিজের মায়ের শেষকৃত্য থেকে তাঁকে বঞ্চিত করেছে পাকিস্তান। সম্প্রতি ‘আপ কি আদালত’ শোতে গিয়ে তিনি বলেন, ২০২৪ সালের অক্টোবরে আদনানের মায়ের মৃত্যু হলে তিনি পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য আবেদন করেন, কিন্তু সেদেশের ছাড়পত্র না মেলায় মায়ের শেষকৃত্যটা অবধি নিজে হাতে করতে পারেননি। তাঁর কটাক্ষ, ”কাশ্মীর ইস্যু দেখিয়ে গোটা বিশ্বের কাছে সমবেদনা পাওয়ার চেষ্টা করে, সবার কাছ থেকে ভিক্ষা চেয়ে দেশ চালায় ওরা।”