Nabanna Abhijan | মঙ্গলবার নবান্ন অভিযান নিয়ে অতিরিক্ত সতর্কতা প্রশাসনের! মোতায়েন অতিরিক্ত প্রায় চার হাজার পুলিশ
আগামীকাল,মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের এক সংগঠন।
আগামীকাল,মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের এক সংগঠন। আশঙ্কা করা হচ্ছে, নবান্ন অভিযানের নামে শহরে অশান্তি ঘটানো হতে পারে। ফলে মঙ্গলবার রাস্তায় নামছে অতিরিক্ত প্রায় চার হাজার পুলিশ। ধর্মতলা, হেস্টিংস ক্রসিং, দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ, রেসকোর্সের গেট, টার্ফ ভিউ, নবান্নের কাছে ব্যারিকেড করবে পুলিশ। তিনটি বলয়ে হবে এই ব্যারিকেড। প্রত্যেকটি ব্যারিকেডে গড়ে থাকছে ৫০০ থেকে ৬০০ পুলিশ। গার্ডরেল ভাঙার চেষ্টা হলে জলকামান বা রবার বুলেট ব্যবহার করা হতে পারে।
- Related topics -
- নবান্ন
- নবান্ন অভিযান
- কলকাতা পুলিশ
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- পুলিশি নিরাপত্তা