Aditya L-1 | ইসরোর তাৎপর্যপূর্ণ সাফল্য! প্রথম হ্যালো কক্ষপথ পরিক্রমণ সম্পন্ন করলো আদিত্য–এল১!

Wednesday, July 3 2024, 2:08 pm
highlightKey Highlights

ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য–এল১ মহাকাশযান সূর্য ও পৃথিবীর ‌এল১ পয়েন্টের চতুর্দিকে প্রথম হ্যালো কক্ষপথ পরিক্রমণ সম্পন্ন করেছে।


ফের সাফল্যের স্বাদ পেল ইসরো। ভারতের প্রথম সৌর অভিযান আদিত্য–এল১ মহাকাশযান সূর্য ও পৃথিবীর ‌এল১ পয়েন্টের চতুর্দিকে প্রথম হ্যালো কক্ষপথ পরিক্রমণ সম্পন্ন করেছে বলে জানালো ইসরো। মঙ্গলবার আদিত্য প্রথম কক্ষপথ ভ্রমণ সম্পন্ন করে মসৃণভাবে দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর এটিকেল্যাগারেঞ্জিয়ান পয়েন্টে এল–১ স্থাপনের উদ্দেশে আদিত্য–এল১ উৎক্ষেপণ করা হয়। এরপর ১৭৮ দিন পর এই কক্ষপথ পরিক্রমণ করে সে। মঙ্গলবার আদিত্য এল১ তার দ্বিতীয় কক্ষপথে যাত্রা শুরু করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File