বাণিজ্য

Aditya Birla | পশ্চিমবঙ্গে ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে আদিত্য বিড়লা গোষ্ঠী

Aditya Birla | পশ্চিমবঙ্গে ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে আদিত্য বিড়লা গোষ্ঠী
Key Highlights

পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগ করবে আদিত্য বিড়লা গোষ্ঠী। সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগ করবে আদিত্য বিড়লা গোষ্ঠী। সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্থাটির চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, সিমেন্ট ও রং উৎপাদন-সহ বেশ কিছু ক্ষেত্রে মোট ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে বিড়লা গোষ্ঠী। এছাড়াও আরও কিছু ক্ষেত্রে নতুন লগ্নির ইচ্ছেও রয়েছে এই শিল্প সংস্থার। উল্লেখ্য,২০৩০-র মধ্যে বাংলা থেকে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। যা পূরণ করতে গত বছর ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রোমোশান পলিসি নিয়ে আসে নবান্ন।