Adelaide Test । দিনরাতের টেস্টে আঁধারে ঢাকলো অ্যাডিলেড! খেলার মাঝে আচমকাই নিভলো স্টেডিয়ামের আলো

Friday, December 6 2024, 2:33 pm
highlightKey Highlights

দিনরাতের টেস্টে খেলার মাঝে নিভলো অ্যাডিলেড স্টেডিয়ামের আলো। তৃতীয় সেশনের খেলার সময়ে আচমকাই মাঠের আলো নিভে যায় অস্ট্রেলিয়ায়।


গোলাপি বলের টেস্টে প্রথম দিনেই আলোক বিভ্রাট। আচমকা নিভল অ্যাডিলেড স্টেডিয়ামের আলো। শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া অ্যাডিলেড দিনরাতের টেস্ট। প্রথম দিনেই হাউসফুল স্টেডিয়াম। ক্রিজে তখন রয়েছেন দুই অজি ব্যাটার নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশানে, বল করছেন হর্ষিত রানা। হঠাৎ মাঠের সব ফ্লাডলাইট বন্ধ হয়ে অন্ধকারে ঢেকে যায় স্টেডিয়াম। কোনোমতে আলো সারিয়ে খেলা শুরু হলেও ৫ মিনিটের মধ্যে আবারও নেভে আলো। উল্লেখ্য, ম্যাচে ১৮০রানে অলআউট হয়ে গিয়েছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File