রাজ্য

Adani Group | তাজপুর সমুদ্র বন্দরের ভবিষ্যৎ নিয়ে আরও জটলা, নতুন করে গ্লোবাল টেন্ডারের প্রস্তুতি শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার!

Adani Group | তাজপুর সমুদ্র বন্দরের ভবিষ্যৎ নিয়ে আরও জটলা, নতুন করে গ্লোবাল টেন্ডারের প্রস্তুতি শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার!
Key Highlights

আদানির চিঠির জবাব না দিয়ে নতুন করে গ্লোবাল টেন্ডারের প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আইনগত ত্রুটির কারণে তাজপুর সমুদ্র বন্দরের জন্যে নতুন করে গ্লোবাল টেন্ডার করা হবে বলে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আদানি গ্রূপকে চিঠি দিয়ে রাজ্য সরকার লেখে, আদানি গোষ্ঠীর কাছে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র নেই বলেই আপাতত এই কাজ তাদের দেওয়া যাচ্ছে না। তবে সেই চিঠির প্রত্তুতরে আদানি গ্রূপের প্রশ্ন, তাদের কাছে যদি ছাড়পত্র নাই থাকে, তা হলে তারা কী করে বিভিন্ন বন্দর এবং কিছু বন্দরের বার্থের বরাত পেল? যদিও রাজ্য সেই চিঠির জবাব না দিয়ে নতুন করে গ্লোবাল টেন্ডারের প্রস্তুতি শুরু করেছে।