Adani | সাত লক্ষ কোটি টাকা বিনিয়োগ! রাজস্থানে বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জির ইকোসিস্টেম তৈরী করবে আদানি গোষ্ঠী

Tuesday, December 10 2024, 12:28 pm
highlightKey Highlights

আদানি পোর্টস এবং SEZ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি জানান, বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জির ইকোসিস্টেম গড়তে উদ্যোগী আদানি গোষ্ঠী।


বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জির ইকোসিস্টেম গড়তে উদ্যোগী আদানি গোষ্ঠী। যার জন্য সাড়ে সাত লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে এই সংস্থা। আদানি পোর্টস এবং SEZ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি জানান, রাজস্থানে বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জির ইকোসিস্টেম তৈরী করার পাশাপাশি আদানি গ্রুপের পরিকল্পনা রয়েছে রাজস্থানে বিভিন্ন ক্ষেত্রে সাড়ে সাত লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার। এর ৫০ শতাংশ বিনিয়োগ হবে আগামী পাঁচ বছর ধরে। এর মধ্যে ১০০ গিগা ওয়াটের পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ২ মিলিয়ন টন হাইড্রোজেন তৈরী হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File