শেয়ার বাজারে বড়সড় ধাক্কা খাওয়ার পর 'অ্যাকাউন্ট বন্ধের' খবর 'ভুয়ো' বলে জানালো আদানি গ্রুপ

Monday, June 14 2021, 1:06 pm
শেয়ার বাজারে বড়সড় ধাক্কা খাওয়ার পর 'অ্যাকাউন্ট বন্ধের' খবর 'ভুয়ো' বলে 
জানালো আদানি গ্রুপ
highlightKey Highlights

সোমবার বাজার খোলার পরই বড়সড় ধাক্কা খেলো আদানি গ্রুপ। ইকোনমিকস টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপজিটোরি লিমিটেড তিনটি বিদেশি তহবিলের অ্যাকাউন্টের লেনদেনে বন্ধ করে দিয়েছে। যেগুলির আদানি গ্রুপের চারটি সংস্থায় ৪৩,৫০০ কোটি টাকার বিনিয়োগ আছে। গত ৩১ মে'র আগে বা পরে ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টগুলি। তারপরই ১৪ই জুন সোমবার পাঁচ থেকে ১৮ শতাংশ পড়ে যায় আদানি গ্রুপের শেয়ার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File