দেশ

Adani-ISKCON | কুম্ভের পর রথ যাত্রায় মানব-প্রকৃতি সেবায় নিযুক্ত আদানি গোষ্ঠী, সহযোগিতায় ইসকন!

Adani-ISKCON | কুম্ভের পর রথ যাত্রায় মানব-প্রকৃতি সেবায় নিযুক্ত আদানি গোষ্ঠী, সহযোগিতায় ইসকন!
Key Highlights

পুরীতে আগত পুণ্যার্থীদের জন্য ২৬ জুন থেকে জুলাই মাসের ৮ তারিখ পর্যন্ত পুরীতে তৈরি হওয়া ক্যাম্পগুলিতেও পানীয়র ব্যবস্থা করেছে আদানি গোষ্ঠী।

রাত পেরোলেই রথ যাত্রা। ইতিমধ্যে সেজে উঠেছে পুরী তথা গোটা ওড়িশা। আর সেই উৎসব মুখর চারধামের এক ধামে গিয়ে সেবার কাজে নিযুক্ত হল আদানি গোষ্ঠী। পুরীতে আগত পুণ্যার্থীদের জন্য ২৬ জুন থেকে জুলাই মাসের ৮ তারিখ পর্যন্ত পুরীতে তৈরি হওয়া ক্যাম্পগুলিতেও পানীয়র ব্যবস্থা করেছে আদানি গোষ্ঠী। পাশাপাশি প্রকৃতির সেবাও করছে তারা। পুরীর উপকূলে লাইফগার্ড মহাসংঘ নামে একটি পরিষেবা শুরু করেছে আদানি ফাউন্ডেশন। উপকূল পরিষ্কার করানোর মতো কাজ করছে তারা। আর, আদানির এই সেবার কাজে সহযোগিতা করছে ইসকনও।