বাণিজ্য

Adani | 'মিথ্যে' অভিযোগের বদলা! শ্রীলঙ্কার প্রকল্পের জন্য আমেরিকার থেকে ঋণ নেবে না বলে জানালো আদানি সংস্থা

Adani | 'মিথ্যে' অভিযোগের বদলা! শ্রীলঙ্কার প্রকল্পের জন্য আমেরিকার থেকে ঋণ নেবে না বলে জানালো আদানি সংস্থা
Key Highlights

আমেরিকার কাছ থেকে ঋণ নেবে না বলে ঘোষণা করলো আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জ়োন লিমিটেড।

সম্প্রতি আদানি গ্রুপের বিরুদ্ধে ২০০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল আমেরিকায়। এরপরই গোটা বিশ্বে শোরগোল পরে যায়। যদিও সেই অভিযোগ 'মিথ্যে' বলে জানায় আদানি গ্রূপ। এবার সেই 'অপমানে'র বদলা নিতে আমেরিকার কাছ থেকে ঋণ নেবে না বলে ঘোষণা করলো আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জ়োন লিমিটেড। শ্রীলঙ্কায় টার্মিনাল প্রকল্পের জন্য ৫৫৩ মিলিয়ন ডলার খরচ পুরোটাই বহন করবে গৌতম আদানির সংস্থা। এই প্রকল্পের জন্য আমেরিকা ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের কাছ থেকে ৫৫৩ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার কথা ছিল আদানি গ্রূপের।