Jacqueline Fernandez | ২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় বয়ফ্রেন্ডকে মদত! অভিনেত্রী জ্যাকলিনের জামিন খারিজ দিল্লি কোর্টের

Thursday, July 3 2025, 5:01 pm
highlightKey Highlights

২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে।


২০০ কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম উঠেছিল। ইডি আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছিল, বয়ফ্রেন্ড সুকেশের থেকে অভিনেত্রী ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকা উপহার, তাঁর এবং তাঁর ভাইয়ের দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ ১,৭২৯১৩ মার্কিন ডলার ২৬,৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল তিনি। যদিও জ্যাকলিনের দাবি সুকেশের অর্থের উৎস সন্মন্ধে কিছুই জানতেন না তিনি। এদিন এই মামলায় অভিনেত্রীর জামিনের খারিজ করেছে দিল্লি হাই কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File