Basanti Chatterjee | ক্যান্সার কাড়লো প্রবীণ অভিনেত্রীর প্রাণ, প্রয়াত বাসন্তী চট্টোপাধ্যায়
Wednesday, August 13 2025, 2:32 am
Key Highlightsদীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
বাংলা বিনোদন জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়(৮৮)। সূত্রের খবর, ক্যান্সারে ভুগছিলেন বাসন্তী দেবী। কোলেস্টরেল, কিডনির সমস্যা, হার্টের রোগও ছিল তাঁর। হাসপাতালে ভর্তি থাকাকালীন মঙ্গলবার আইসিইউতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামে। থিয়েটার থেকে শুরু করে সিনেমা, মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে প্রসেনজিৎ ইর্তুপর্ণার সঙ্গে কাজ করেছেন। করেছেন ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’র মতো ছবি। সম্প্রতি ‘গীতা এলএল বি’ সিরিয়াল করছিলেন তিনি।
- Related topics -
- বিনোদন
- প্রয়াত
- অভিনেত্রী
- টলিউড
- বাংলা সিরিয়াল
- বাংলা সিনেমা
- সিনেমাা

