Actor Vijay | পদপিষ্টের ঘটনার জের, বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি! সুপারস্টার বিজয়ের বাড়ি তল্লাশিতে পুলিশ
Thursday, October 9 2025, 6:14 am
Key Highlightsপুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, ভবিষ্যতে আর কোনও দিন যদি বিজয় জনসভা করেন, তা হলে তাঁর বাড়ি বোমা মেরে ওড়ানো হবে।
তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক মিছিলে কমপক্ষে ৩০ হাজার মানুষের জমায়েত হয়েছিল। বিশৃঙ্খলার মাঝে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। এ ঘটনা নিয়ে এখনও অস্বস্তি কাটেনি তামিলাগা ভেত্তরি কাজ়হাগামের। তারই মধ্যে এদিন পুলিশের ১০০ নম্বরে ফোন করে বলা হয়, ভবিষ্যতে আর কোনও দিন যদি বিজয় জনসভা করেন, তা হলে তাঁর বাড়ি বোমা মেরে ওড়ানো হবে। এই হুমকি ফোন পাওয়ার পরেই বিজয়ের বাড়ি তল্লাশি শুরু করে পুলিশের একটি বড়ো বাহিনী। পুলিশ জানিয়েছে, কন্যাকুমারী থেকে হুমকি ফোন এসেছিল।
- Related topics -
- দেশ
- তামিলনাড়ু
- তামিলনাড়ু
- রাজনীতি
- রাজনীতিবিদ
- রাজনৈতিক
- পদপিষ্ট
- অস্বাভাবিক মৃত্যু
- বোমাতঙ্ক
- পুলিশ প্রশাসন

