বিনোদন

Satish Shah | প্রয়াত হলেন পর্দার 'সারাভাই' সতীশ শাহ, বলিউডে ফের নক্ষত্রপতন

Satish Shah | প্রয়াত হলেন পর্দার 'সারাভাই' সতীশ শাহ, বলিউডে ফের নক্ষত্রপতন
Key Highlights

বলিউড সংবাদমাধ্যমের কাছে সতীশ শাহের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার।

ফের ধাক্কা বিনোদন জগতে। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা সতীশ শাহ। সতীশ শাহের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার। জানা গিয়েছে, সম্প্রতি কিডনি প্রতিস্থাপন হয়েছিল অভিনেতার। তবে ধকল সামলাতে পারেন নি। ২৫ অক্টোবর, শনিবার দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। টেলিভিশনে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে তাঁর অভিনীত ইন্দ্রবদন সারাভাইয়ের চরিত্রটি আইকনিক হয়ে থেকে যাবে। ‘হাম সাথ-সাথ হ্যায়’, ‘ম্যায় হুঁ না’ একাধিক সিনেমায় কাজ করেছিলেন তিনি।