ফের কোভিডের থাবা টলিউডে, এবার করোনা আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র

Monday, April 26 2021, 7:11 am
ফের কোভিডের থাবা টলিউডে, এবার করোনা আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র
highlightKey Highlights

টলিউড অভিনেত্রী তথা বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্নো মিত্র সোমবার সকালে টুইট করে নিজের কোভিড পসিটিভ হওয়ার কথা জানায়। তিনি বলেছেন, নিজেকে নিভৃতবাসে রেখেছেন । কয়েক সপ্তাহের মধ্যে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করতে এবং চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন তিনি । সম্প্রতি তাঁর কেন্দ্রে নির্বাচনের দিন অর্থাৎ গত ২২ শে এপ্রিল মোট ৯টি গাড়ির কনভয় নিয়ে তিনি তাঁর কেন্দ্র পর্যবেক্ষণ করেছিলেন ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File