Helena Luke । প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক, অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনের সাথে
Monday, November 4 2024, 9:03 am
Key Highlightsঅভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক প্রয়াত হলেন।
রবিবার,৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী 'হেলেনা লিউক'। তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী কল্পনা আইয়ার। যদিও, ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। মিঠুনের সঙ্গে মাত্র ৪ মাসের বৈবাহিক সম্পর্ক ছিল তাঁর। ১৯৭৯ এ তাঁদের বিয়ে হয়, ডিভোর্সও হয় ওই বছরেই। প্রসঙ্গত, ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের বিপরীতে 'মর্দ' সিনেমায় অভিনয় করেছিলেন হেলেনা।
- Related topics -
- বিনোদন
- মিঠুন চক্রবর্তী
- সেলিব্রিটি
- অভিনেতা
- অভিনেত্রী
- টলিউড
- বলিউড
- প্রয়াত

