নতুন ভূমিকায় টলিউডের অভিনেত্রী কোয়েল! জীবনের অন্যতম সেরা সময় সন্তানকে জড়িয়েই উপভোগ করছেন।

Thursday, November 19 2020, 1:53 pm
নতুন ভূমিকায় টলিউডের অভিনেত্রী কোয়েল! জীবনের অন্যতম সেরা সময় সন্তানকে জড়িয়েই উপভোগ করছেন।
highlightKey Highlights

হেমন্তের রোদ ঝলমলে দিনে নিজের ‘সানসাইন’-এর ছবি পোস্ট করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছেলেকে আদরে আগলে রেখেছেন তিনি। কোয়েলের পরনে অফ হোয়াইট রঙের সুতোর কাজ করা শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ। হলুদ পাঞ্জাবিতে ‘কবীর’ যেন এক রাজপুত্তুর। ছেলের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছেন কোয়েল। তাঁর ঠোঁট জুড়ে পরিতৃপ্তির হাসি। ছোট্ট কবীর এখন থেকেই মায়ের মতো। কথা না বলতে শিখলেও নিজের মতো করেই মায়ের সঙ্গে সারারাত কথা বলে সে। জেগে থাকলে হয় তাকে কোলে নিয়ে ঘুরতে হবে, না হলে তার সঙ্গে কথা বলে যেতে হবে। এই একরত্তি ছেলের এখন থেকেই নানা আবদার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File