অন্য রকম জন্মদিন! টলিউডের কুইন অভিনেত্রী কোয়েল মল্লিক এক ঝাঁক শিশুর সঙ্গে উদযাপন করলেন তাঁর জন্মদিন
Friday, April 30 2021, 5:50 am
Key Highlightsবুধবার সকাল থেকেই সাজ সাজ রব হাওড়ার ‘মায়ের আশা’ অনাথ আশ্রমে। কোয়েল মল্লিকের জন্মদিন। সেই আনন্দে খুশিতে ঝলমলে শিশুদের মুখ। সকাল সকাল খবর পেয়ে গিয়েছে, তাদের জন্য ভালমন্দ খাবার পাঠিয়ে দিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রী। সৌজন্যে অভিনেত্রীর ফ্যান ক্লাব ‘টলি কুইন কোয়েল’। ২০২০-র ২৮ এপ্রিল অতিমারির দাপট চলতি বছরের মতো ভয়াবহ হয়ে ওঠেনি। গত বছর সংগঠনের সদস্যরা তাই কোয়েলকে ঘিরে ছিলেন। তাঁদের সঙ্গে কোয়েল কেক কেটেছিলেন। আনন্দও করেছিলেন প্রচুর। এ বছর একটু অন্য রকম ভাবনা সংগঠনের। ডিজিটাল মাধ্যমে এক ঝাঁক শিশুদের সঙ্গে জন্মদিন পালন করবেন অভিনেত্রী।
- Related topics -
- সেলিব্রিটি
- টলিউড
- অভিনেত্রী
- কোয়েল মল্লিক
- জন্মদিন

