Govinda | নিজের বাড়িতেই জ্ঞান হারালেন গোবিন্দা, মধ্যরাতে হাসপাতালমুখো পরিবার, কী হল অভিনেতার?

Wednesday, November 12 2025, 5:01 am
highlightKey Highlights

অভিনেতার আইনি উপদেষ্টা তথা বন্ধু ললিত বিন্দল জানিয়েছেন, মঙ্গল রাতে ১টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গুরুতর অসুস্থ গোবিন্দা। অভিনেতার আইনি উপদেষ্টা তথা বন্ধু ললিত বিন্দল জানিয়েছেন, মঙ্গলবার হঠাৎ করে নিজের বাড়িতেই জ্ঞান হারান অভিনেতা। রাত ১টা নাগাদ গোবিন্দাকে জুহুর সাবার্বান হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির আগে বাড়িতেই অভিনেতার প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল। যদিও অভিনেতার কী হয়েছে অথবা তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনও কিছু খোলসা করে বলেনি তাঁর টিম। উল্লেখ্য, অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন গোবিন্দা। তাঁর পরের রাতে অসুস্থ পড়লেন তিনি নিজেই!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File