প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা তারিক শাহ, কিডনির সমস্যাতে ভুগছিলেন তিনি

Sunday, April 4 2021, 10:21 am
প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা তারিক শাহ, কিডনির সমস্যাতে ভুগছিলেন তিনি
highlightKey Highlights

শনিবার ভোররাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা তারিক শাহ। পর পর দু’বার নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন তারিক শাহ৷ কিডনির সমস্যাতেও ভুগছিলেন অভিনেতা৷ চলছিল ডায়লেসিস৷ ৪০ বছর আগে মুম্বইতে নিজের কেরিয়ার শুরু করেন অভিনেতা তারিক শাহ৷ তবে প্রথমেই সিনেমায় নয়, বরং দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে কাজ করতেন তিনি৷ কাশ্মীর থেকে আসা ছেলে বলিউডে এসেই নজর কেড়ে নেন৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File