সেলিব্রিটি

রেজিস্ট্রি করে বান্ধবী মধুরিমার সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হলেন অভিনেতা অনির্বান !

রেজিস্ট্রি করে বান্ধবী মধুরিমার সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হলেন অভিনেতা অনির্বান !
highlightKey Highlights

গত বৃহস্পতিবার অভিনেতা অনির্বান ভট্টাচার্য এবং তাঁর দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী তাঁদের আইনি বিবাহ প্রক্রিয়া সম্পন্ন করলেন, সিঁদুর পরিয়ে দিলেন স্ত্রীর কপালে। ২৬শে নভেম্বর যে তাঁরা বিয়ে করতে চলেছেন তা আগে থেকেই জানিয়েছিলেন সবাইকে। গতকাল পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সামনে তাঁরা পা রাখলেন সম্পর্কের পরবর্তী ধাপে। অনির্বানের পরনে ছিল লাল পাঞ্জাবি, আর তাঁর সাথে মানাসইভাবে নিজেকে লাল শাড়ীতে সাজিয়ে তুলেছিলেন মধুরিমাও।