Delhi-NCR | দিল্লির বাতাসে বিষ, দিল্লি এনসিআর জুড়ে তড়িঘড়ি লাগু হলো GRAP-III বিধিনিষেধ
Friday, January 16 2026, 5:19 pm

Key Highlightsদিল্লি এনসিআর জুড়ে লাগু হল গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর অধীনে তৃতীয় স্তর তথা GRAP-৩ বিধিনিষেধ।
শৈত্যপ্রবাহের মাঝেই ভয়াবহ দূষণে প্রাণ ওষ্ঠাগত রাজধানীর বাসিন্দাদের। চড়চড়িয়ে বাড়ছে AQI। দিল্লি এনসিআর জুড়ে লাগু হল গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP III) ৩। এই বিধিনিষেধের আওতায় মাটি খনন, পাইলিং, খোলা জায়গায় পরিখা খনন, ঝালাই, রং করা, প্লাস্টারিং এবং টাইলস বা মেঝে পাতার কাজের মতো অপ্রয়োজনীয় নির্মাণ ও ভাঙার কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে। রেডি মিক্স কংক্রিট প্ল্যান্ট, স্টোন ক্রাশার, ইটের ভাটা এবং খনি সংক্রান্ত কাজকর্মেও থাকবে বিধিনিষেধ। যানবাহন সংক্রান্ত বিধিনিষেধও রয়েছে এর মধ্যে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ
- পরিবেশ দূষণ
- বায়ুদূষণ


