Acropolis | এবার বিটি রোডে ও বেহালাতেও তৈরী হবে অ্যাক্রোপলিস মল! রাজ্যে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মার্লিন গোষ্ঠী

Tuesday, October 29 2024, 11:06 am
Acropolis | এবার বিটি রোডে ও বেহালাতেও তৈরী হবে অ্যাক্রোপলিস মল! রাজ্যে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে মার্লিন গোষ্ঠী
highlightKey Highlights

পরিকল্পনা মাফিক, দক্ষিণ কলকাতার বেহালায় এবং উত্তর কলকাতায় বিটি রোডের ধারে একটি করে অ্যাক্রোপলিস মল তৈরি করা হবে।


এবার কলকাতায় আরও দুটি অ্যাক্রোপলিস মল তৈরী করার পরিকল্পনার কথা জানালেন সংস্থার প্রধান সুশীল মোহতা এবং এমডি সাকেত মোহতা। পরিকল্পনা মাফিক, দক্ষিণ কলকাতার বেহালায় এবং উত্তর কলকাতায় বিটি রোডের ধারে একটি করে অ্যাক্রোপলিস মল তৈরি করা হবে। বাংলা ভিত্তিক রিয়েল এস্টেট সংস্থা মার্লিন গ্রুপ আগামী ৭ থেকে ৮ বছরে রাজ্যে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন ঘোষণা করেছে। এছাড়াও রিটেল, হোটেল ব্যবসা এবং স্বাস্থ্য ক্ষেত্রেও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে মার্লিন গোষ্ঠীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File