Bangladesh Tariff | বাংলাদেশী পণ্যে ট্রাম্পের কোপ! ৩৭ শতাংশ শুল্ক দিতে হবে ইউনুস সরকারকে!

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্বের নানান দেশের বিরুদ্ধে পাল্টা শুল্কের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন বাংলাদেশি পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক আরোপ হতো। সেই হার বাড়িয়ে ৩৭ শতাংশে উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৮.৪ বিলিয়ন (৮.৪ বিলিয়ন) ডলার পণ্য রপ্তানি করে, যার মধ্যে মূলত রয়েছে রেডিমেড পোশাক। এই শুল্ক বৃদ্ধির জেরে পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সব মহল।