Girls birth rate West Bengal । হু হু করে কন্যাসন্তান কমছে বাংলায় ! অস্বাভাবিক রিপোর্ট দিল স্বাস্থ্য দফতর

Thursday, December 26 2024, 2:27 pm
highlightKey Highlights

বাংলায় কন্যাসন্তান জন্মের হার নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলার অর্ধেকের বেশি জেলায় কন্যাসন্তানের হার গত এক বছরে উদ্বেগজনকভাবে কমে গিয়েছে।


স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বর্তমানে গোটা বাংলায় ১০০০ পুত্র পিছু কন্যা সন্তানের জন্মের হার ৯৪৬ জন। কন্যা সন্তানের জন্মের হার সবচেয়ে বেশি কমেছে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এই ৩ জেলায় ১০০০ পুত্র সন্তান পিছু কন্যা সন্তানের জন্মের হার হল যথাক্রমে ৯৩১, ৯২৮ এবং ৯১৫ জন। কলকাতাতে প্রতি ১০০০ জনে ৯৪২ জন! স্বাস্থ্য দফতর সন্দেহ করছে সীমান্তবর্তী জেলার লোকেরা ভিনরাজ্যে গিয়ে লিঙ্গ নির্ধারণ করিয়ে আসছেন, ব্যবহার করছে লিঙ্গ নির্ধারণ কিট্সও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File