দেশ

UPSC | ইউপিএসসি পরীক্ষায় আধার ভিত্তিক ভেরিফিকেশন! পরীক্ষা ও নিয়োগের সময়ও খুঁটিয়ে পরীক্ষা করা হবে আধার কার্ড

UPSC | ইউপিএসসি পরীক্ষায় আধার ভিত্তিক ভেরিফিকেশন! পরীক্ষা ও নিয়োগের সময়ও খুঁটিয়ে পরীক্ষা করা হবে আধার কার্ড
Key Highlights

কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, ইউপিএসসি-তে এবার আধার ভিত্তিক ভেরিফিকেশনের অনুমতি দেওয়া হয়েছে।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে বড় সিন্ধান্ত নিলো কেন্দ্র। কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, ইউপিএসসি-তে এবার আধার ভিত্তিক ভেরিফিকেশনের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীর পরিচয় যাচাই করতে আধার অথেনটিকেশন করা হবে। এছাড়া পরীক্ষা ও নিয়োগের বিভিন্ন ধাপেও ই-কেওয়াইসি পদ্ধতিতে প্রার্থীর পরিচয় যাচাই করা হবে।ইউআইডিএআইর নিয়ম ও নির্দেশ মেনেই ইউপিএসসি এই ভেরিফিকেশন করবে বলেই জানিয়েছে কেন্দ্র। ভবিষ্যতে যাতে কেউ প্রতারণা না করে মিথ্যা নথি দিয়ে চাকরি না পায় তার জন্যই এই সিদ্ধান্ত।