Cyber Fraud | ঘন ঘন অনলাইনে জিনিস পত্র কেনাকাটা করেন? সাবধান! সহজেই টার্গেট হতে পারেন সাইবার প্রতারকদের কাছে
পুলিশ সূত্রে খবর, যে গ্রাহকরা অনলাইন কেনাকাটায় সক্রিয়তা ও উৎসাহ বেশি প্রকাশ করে থাকেন তাদেরকেই ‘টার্গেট’ করছে প্রতারকরা।
জামাকাপড়, সাজসজ্জার আসবাব থেকে শুরু করে মুদির দোকানের জিনিস, ওষুধ সব কিছুই এক ক্লিকে চলে আসছে বাড়িতে। তবে যে হারে শপিং অ্যাপ ও এইসব অ্যাপের্ ব্যবহার বেড়েছে তেমনই বেড়েছে প্রতারণাও। এমনকি পুলিশ সূত্রে খবর, যে গ্রাহকরা অনলাইন কেনাকাটায় সক্রিয়তা ও উৎসাহ বেশি প্রকাশ করে থাকেন তাদেরকেই ‘টার্গেট’ করছে প্রতারকরা। পুলিশের ধারণা, অল্প সময়ের মধ্যে যাঁরা অনেক ‘অর্ডার’ করছেন, সেরকম লোকজনকেই ফাঁদে ফেলতে চাইছে এই চক্র। মনে করা হচ্ছে, এর পিছনে সংগঠিত গ্যাং রয়েছে।
- Related topics -
- ক্রাইম
- অন্যান্য
- প্রতারণা
- আর্থিক প্রতারণা
- সাইবার ক্রাইম
- সাইবার হানা