দেশ

Puri Stampede | সাতসকালে পুরীতে অঘটন, গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ পুণ্যার্থীর, আহত ১০

Puri Stampede | সাতসকালে পুরীতে অঘটন, গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ পুণ্যার্থীর, আহত ১০
Key Highlights

পুরীর রথযাত্রায় ঘটে গেল বিপর্যয়। অত্যাধিক ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিন পুণ্যার্থীর মৃত্যু হল। আহত কমপক্ষে আরও ১০ জন।

শনিবার সকালে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় পুরীর রথ। অত্যাধিক ভিড়ের কারণে বলরাম এবং সুভদ্রার রথ সামান্য এগোতে পারলেও জগন্নাথের রথ গুণ্ডিচা মন্দিরে পৌঁছতে দেরি হয়। আজ ভোর ৪টে, ৫টা নাগাদ মাসির বাড়ি পৌঁছয় জগন্নাথের রথ। মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছতেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়মুড়িয়ে ভক্তরা রথের দিকে ছুতে যেতেই ব্যারিকেড ভেঙে পড়ে। পুলিশের তথ্য অনুযায়ী, পদপিষ্ট হয়ে ৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।