কড়া পদক্ষেপ ভারত সরকারের! ভারতীয় টিকায় ছাড়পত্র না মিললে ইউরোপীয়দের নিভৃত বাস বাধ্যতামূলক
Thursday, July 1 2021, 7:16 am
Key Highlightsইউরোপীয়ান দেশগুলিতে এখনও ভারতীয় করোনা টিকা অর্থাৎ সিরামের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন-এর ছাড়পত্র না মেলেনি। ফলে টিকা নেওয়া সত্ত্বেও ইউরোপের দেশে যেতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় নাগরিকদের। সূত্রের খবর, ভারতীয় টিকায় শীঘ্র ছাড়পত্র না দিলে ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত টিকার শংসাপত্রও ভারতে গ্রহণযোগ্য হবে না, বিষয়টি ইইউ-কে জানিয়ে দিয়ে এই নিয়ম চালু করার পথে হাঁটছে কেন্দ্র। সেই অনুযায়ী, ভারত সরকার এই পথে হাঁটলে সেই দেশের নাগরিকরা ভারতে এলে বাধ্যতামূলক ভাবে তাঁদের নিভৃতবাসে যেতে হবে।
- Related topics -
- দেশ
- কোভিশিল্ড
- কোভ্যাকসিন
- করোনা টিকা
- কেন্দ্রীয় সরকার

