রাজ্য

AC Local | গতি ঘন্টায় ১১০ কিলোমিটার! মেট্রোর স্বাদ মিলবে এবার ট্রেনে! শীঘ্রই শিয়ালদহ শাখায় চলবে AC লোকাল ট্রেন!

AC Local | গতি ঘন্টায় ১১০ কিলোমিটার! মেট্রোর স্বাদ মিলবে এবার ট্রেনে! শীঘ্রই শিয়ালদহ শাখায় চলবে AC লোকাল ট্রেন!
Key Highlights

রেল সূত্রে খবর, নতুন এই এসি রেক শিয়ালদহ শাখার কোন রুটে পরীক্ষামূলক ভাবে যুক্ত করা হবে তা নিয়ে পরিকল্পনা চলছে।

দ্রুত শিয়ালদহ শাখায় চলবে এসি লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, নতুন এই এসি রেক শিয়ালদহ শাখার কোন রুটে পরীক্ষামূলক ভাবে যুক্ত করা হবে তা নিয়ে পরিকল্পনা চলছে। জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হওয়া বাতানুকূল এই এসি ট্রেনে থাকবে স্লাইডিং দরজা। থাকবে ট্রান্সপারেন্ট জালনা। স্টেনলেস স্টিলের তৈরি ১২ কোচের নতুন এসি লোকাল ট্রেনটিতে GPS নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমেরও ব্যবস্থা থাকবে। ওই ট্রেন ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতেও ছুটতে পারবে।