Abhiesh Banerjee | লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন অভিষেক! ২০২৬ এর ভোটের আগে বাড়লো দায়িত্ব!

লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত দলনেতা হিসেবে দায়িত্ব সামলাতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
২০২৬ এর ভোটের আগে দায়িত্ব বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন অভিষেক। সোমবার দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত দলনেতা হিসেবে দায়িত্ব সামলাতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে তিনি অসুস্থ। এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো জানান, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার।