শহরে ‘বব বিশ্বাস’ ছবির শুটিংয়ে জুনিয়র বচ্চন! বব বিশ্বাস এর লুকে চেনাই যাচ্ছেনা অভিষেক বচ্চনকে।

Thursday, November 26 2020, 11:49 am
 শহরে ‘বব বিশ্বাস’ ছবির শুটিংয়ে জুনিয়র বচ্চন! বব বিশ্বাস এর লুকে চেনাই যাচ্ছেনা অভিষেক বচ্চনকে।
highlightKey Highlights

চোখে বেশি পাওয়ারের চশমা, মাথায় পরচুল, তাতে সামান্য টাক পরনে আর পাঁচটা মধ্যবিত্ত বাঙালির মতো পোশাক এভাবেই বব বিশ্বাস হয়ে উঠেছেন অভিষেক বচ্চন। সোমবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছিলেন তিনি। চলতি বছরের ২৪ জানুয়ারি ‘বব বিশ্বাস’ ছবির শুটিং শুরু করেছিলেন অভিষেক। টুইটারে ছবি আপলোড করে জানিয়েছিলেন সেকথা। প্রায় ৪০ দিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করেছিলেন তিনি। এরপর মার্চ মাস থেকেই শুরু হয়ে যায় করোনার প্রকোপ, রক্ষা পায়নি বচ্চন পরিবারও। অমিতাভ বচ্চন, ঐশ্বর্যরাই বচ্চন, আরাধ্যা, সকলেই করোনায় আক্রান্ত হন। বাবার সঙ্গে অভিষেকও হাসপাতালে ভরতি ছিলেন। পরে করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন সকলে। বৃহস্পতিবার থেকে ফের শুরু করলেন ছবির শুটিং।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File