দেশভ্যাকসিন নিলেই ব্লু টিক্স! Aarogya Setu app-এ নয়া ফিচার
গোটা দেশজুড়ে বিগত কয়েক মাস ধরে চালু হয়ে গেছে করোনা টিকা দেওয়ার কর্মসূচী। টিকার কর্মসূচী শুরু হওয়ার অনেক আগেই কেন্দ্রের তৈরী মোবাইল অ্যাপ্লিকেশন "আরোগ্য সেতু"-র মাধ্যমে দেশবাসীর করোনা সংক্রান্ত তথ্য স্বাস্থ্য মন্ত্রকের কাছে পৌঁছত। প্রথমে "আরোগ্য সেতু" অ্যাপ্লিকেশনটি নিজ মোবাইলে ডাউনলোড করতে হবে। এরপর নিজের বৈধ মোবাইল নম্বর দিলে এসএমএস-এর মাধ্যমে একটি ওটিপি আসবে। ওটিপি দিয়ে লগ ইন করুন, এরপর স্ক্রিনে “Update Vaccination Status” অপশনটি নজরে আসবে। আপনি যদি করোনা টিকা নিয়ে থাকেন তবে এখানে ২টি ব্লু টিক্স দেখাবে। তবে, এই ফিচার সম্পূর্ণভাবে আপডেট নিতে সময় লাগবে ১৪ দিন।