Delhi Election | দিল্লি নির্বাচনে পরাজিত অরবিন্দ কেজরিওয়াল! পদ্মঝড়ে পরাজিত মণীশ সিসোদিয়াও
Saturday, February 8 2025, 7:37 am
Key Highlightsনয়াদিল্লি বিধানসভা আসনে হার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের।
রাজধানীতে উড়ে গেলো ঝাড়ু! নয়াদিল্লি বিধানসভা আসনে হার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। শুধু কেজরিই নন, জংপুরা থেকে পরাজিত মণীশ সিসোদিয়াও। ভোটার পর প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দেয় দিল্লিতে দেখা যার পদ্মঝড়, রাজধানী দখল করবে বিজেপি। সেই মতোই নির্বাচনের ময়দানে ইন্দ্রপতন আপের। বিজেপির জয়ের ফলে ২৭ বছরের অপেক্ষার অবসান হল, দীর্ঘ ২৭ বছর পর দিল্লির আসনে বসতে চলেছে বিজেপি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- অরবিন্দ কেজরিওয়াল
- বিজেপি
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল

