দেশ

Aadhaar Card | নতুন ভোটারদের নাম তুলতে বাধ্যতামূলক আধার কার্ড! SIR চলাকালীনই নিয়মে বড় বদল কমিশনের!

Aadhaar Card | নতুন ভোটারদের নাম তুলতে বাধ্যতামূলক আধার কার্ড! SIR চলাকালীনই নিয়মে বড় বদল কমিশনের!
Key Highlights

নতুন ভোটারদের নাম তোলার নিয়মে বড় বদল আনলো নির্বাচন কমিশন। এবার থেকে নতুন ভোটারদের নাম তোলা যাবে কেবল অনলাইনে

নতুন ভোটারদের নাম তোলার নিয়মে বড় বদল আনলো নির্বাচন কমিশন। এবার থেকে নতুন ভোটারদের নাম তোলা যাবে কেবল অনলাইনে। আর অফলাইনে নাম তোলা যাবে না। পাশাপাশি কমিশন জানিয়েছে, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ‘ই-সাইন’ বাধ্যতামূলক। অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ফলে নতুন ভোটারদের নাম তোলার জন্য বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। SIR এর পর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ৯ ডিসেম্বর। তারপর ফর্ম ৬ পূরণ করে নাম তুলতে পারবেন নতুন ভোটাররা। আবেদন করা যাবে ৮ জানুয়ারি পর্যন্ত।