দেশ

Bengaluru | বেঙ্গালুরুর মাদ্দুরাম্মা মন্দিরে রথ ভেঙে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের

Bengaluru | বেঙ্গালুরুর মাদ্দুরাম্মা মন্দিরে রথ ভেঙে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের
Key Highlights

বেঙ্গালুরুর মাদ্দুরাম্মা মন্দিরে রায়সান্দ্রা উৎসব চলাকালীন ১৫০ ফুট উঁচু রথ ভেঙে পড়ে এক যুবকের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে।

শনিবার বেঙ্গালুরুর মাদ্দুরাম্মা মন্দিরে বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান 'রায়সান্দ্রা' উৎসব চলছিল। অনুষ্ঠানের অংশ হিসেবে দুটি ১৫০ ফুট উঁচু রথ মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিলো। সেসময় হঠাৎ ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের দাপটে রথটি ভেঙে পরে। ঘটনাস্থলে থাকা একাধিক ভক্ত আহত হন। দ্রুত তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তামিলনাড়ুর হোসুরের বাসিন্দা লোহিত নামে এক ভক্তের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।